করোনা ভাইরাসের কারণে সাত মাসের বেশি সময় বন্ধ আছে দেশের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। বেশ কয়েকটি রাজ্য ইতিমধ্যে স্কুল খোলার উদ্যোগ নিয়েছে।
Loading...
ওড়িশার স্কুল ও জনশিক্ষামন্ত্রী সমীররঞ্জন দাস বলেন, 'নভেম্বরের তৃতীয় সপ্তাহে নবম থেকে দ্বাদশ শ্রেণির জন্য স্কুল খোলার কথা আগে ঘোষণা করা হলেও পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।'
সম্প্রতি একটি বৈঠকে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক কেরালা ও দিল্লিতে কোভিডের আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পাওয়ার উদাহরণ দিয়ে আরও বেশি নজরদারির পরামর্শ দিয়েছিলেন। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, রাজ্যে সংক্রমণের দ্বিতীয় ঢেউ এসে থাকলে তা ১৫ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারির মধ্যে হবে। রাজ্যে বর্তমানে দৈনিক সংক্রমণের হার ৩ শতাংশের নীচে রয়েছে।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন