করোনার কারণে প্রায় আট মাস বন্ধ রাজ্য সহ দেশের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। তাই অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমেই স্কুলে ছাত্র-ছাত্রী ভর্তি করছে বেশ কিছু নামী বেসরকারি স্কুল। পড়ুয়া এবং অভিভাবক, সবারই ইন্টারভিউ হচ্ছে এই ভার্চুয়াল পদ্ধতিতে। নার্সারির ক্ষুদেদের জন্য একই নিয়ম।
দিল্লি পাবলিক স্কুল (রুবি পার্ক)-এর এক মুখপাত্র বলেন, এমনি তো আমরা অনলাইন ব্যবস্থার সঙ্গে স্বচ্ছন্দ। মার্চে একাদশ শ্রেণীতে ভর্তির প্রবেশিকা পরীক্ষাও অনলাইনে নেওয়া হয়েছিল। আর নার্সারিতে তো লিখিত পরীক্ষার ব্যাপার নেই। সেখানে অভিভাবকদের সঙ্গে ছাত্রছাত্রীকে রাখতে বলা হচ্ছে। তারপর ভিডিও কলের মাধ্যমে তাঁদের সঙ্গে কথা বলা হচ্ছে। দেখা হচ্ছে ওই পড়ুয়া সাধারণ প্রশ্নের উত্তর দিতে পারছে কি না, সে কী করছে, অর্থাৎ তার অ্যাক্টিভিটি দেখা হচ্ছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন