প্রাণে বাঁচলেন ১২ জন মৎসজীবী। বঙ্গোপসাগরে ডুবে যাচ্ছিল ট্রলার। লাইফ জ্যাকেট পরে ভাসছিলেন ট্রলারে থাকা মৎস্যজীবীরা। এই খবর পেয়ে দ্রুত নৌকা নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করল পুলিশ। এর ফলে প্রাণে বেঁচে গিয়েছেন ১২ জন মৎস্যজীবী।
এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগণা জেলার পাথরপ্রতিমার গোবর্ধনপুর কোস্টাল থানা এলাকায়। গতকাল পুলিশ খবর পায় 'তিন ভাই' নামে একটি মাছ ধরার ট্রলার জি প্লট থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে উল্টে গিয়েছে।
Loading...
ঘটনাস্থলে গিয়ে পুলিশের দেখে, লাইফ জ্যাকেটের সাহায্যে জলে ভেসে রয়েছেন ট্রলারে থাকা ১২ জন মৎস্যজীবী। চাঁদের আলোতেই একে একে তাঁদের প্রত্যেককে উদ্ধার করা হয়। পরে তাঁদের নিরাপদে গোবর্ধনপুর থানায় নিয়ে আসা হয়।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন