করোনা ভাইরাসের সংক্রমণের জেরে রাজ্য সহ গোটা দেশে চলেছে লকডাউন। আর এর ফলে অর্থনীতিতে যে বড় রকমের ধাক্কা আসতে চলেছে তা আগেই জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। করোনার পাশাপাশি আমফান ঝড়ের ধাক্কা বঙ্গ অর্থনীতিকে আরও কোণঠাসা করে দিয়েছে। আর এই দুই ধাক্কা সামলে আর্থিক ভাবে ঘুরে দাঁড়ান রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সরকারের কাছে।
এপ্রিল মাসে রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে বলা হয়, করোনার কারণে বঙ্গ অর্থনীতিতে বড় রকমের ধাক্কা এসেছে। আর তখন বর্তমান পরিস্থিতির কথা ভেবে বেশকিছু সিদ্ধান্তের কথাও বলা হয়। সেখানে বলা হয়েছিল, করোনা পরিস্থিতিতে নতুন করে কোনও নিয়োগ করা হবে না। অর্থ দফতরের অনুমতি ছাড়া কোনও ভাবেই নিয়োগ সম্ভব নয়। গত ৩০ জুন পর্যন্ত এই নির্দেশের মেয়াদ কার্যকর ছিল।
সম্প্রতি এক প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আগামী তিন বছরে সরকারি চাকরি সহ ৩৫ লক্ষ কর্মসংস্থান হবে রাজ্যে। যার মধ্যে ১৫ লক্ষই ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে চাকরি পাবেন ৫ লক্ষ বেকার যুবক। এছাড়া হ্যান্ডলুম এবং অন্যান্য সেক্টরে ১০ লক্ষ কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। শীঘ্রই নিউটাউনে ২০০ একর জমিতে প্রস্তাবিত সিলিকন ভ্যালির কাজ খতিয়ে দেখতে পরিদর্শনেও যাবেন তিনি।
আগেই বলা হয়েছে, রাজ্যে মার্চ মাস পর্যন্ত নিয়োগ সম্ভব নয়, তার পরে মুখ্যমন্ত্রী এই নিয়োগের কথা বলেন কোন যুক্তিতে। এর পিছনে কি শুধুন রাজনৈতিক উদ্দেশ্য আছে। প্রশ্ন রাজ্যের পরীক্ষার্থীদের।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন