রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্কের শেষ নেই। বার বার অনিয়মের প্রশ্ন তুলেছেন পরীক্ষার্থীরা। আদালতে দায়ের হয়েছে মামলা। আইনি জটে এখনও আটকে আছে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া।
এমন আবহের মধ্যে এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার।
প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রের খবর, সরকার দেখতে চাইছে এই নিয়োগের জন্য কত সংখ্যক ইচ্ছুক প্রার্থীর আবেদন করেন। সাড়ে ২২ হাজার টেট উত্তীর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থী থাকলেও সংখ্যাটা আরও বাড়বে বলেই মনে করছে পর্ষদ।
অপরদিকে নতুন করে প্রাথমিকের টেট খুব শীঘ্রই নেওয়া হতে পারে বলে স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর। ইতিমধ্যেই প্রায় আড়াই লক্ষ আবেদন জমা পড়ে আছে নয়া টেটের জন্য। তারও প্রস্তুতি অনেকটাই এগিয়ে গেছে বলেই পর্ষদ সূত্রে খবর। তবে প্রাথমিকভাবে এই নিয়োগ প্রক্রিয়ায় শেষ করার দিকে গুরুত্ব দিচ্ছে রাজ্য স্কুল শিক্ষা দফতর ও প্রাথমিক শিক্ষা পর্ষদ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন