কোভিড পরিস্থিতিতে আগামী বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আজ, মন্ত্রীসভার বৈঠকের পর শিক্ষা দফতরের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। করোনার কারণে এখনও বন্ধ আছে রাজ্যের প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠান। আর তাই সমস্ত দিক বিচারকরে চলতি বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কোনও টেস্ট পরীক্ষা হবে না।
কোভিড পরিস্থিতিতে গত মার্চ মাস থেকে লকডাউনের জেরে বন্ধ রয়েছে রাজ্য সহ দেশের সমস্ত স্কুল-কলেজ। অনলাইন ব্যবস্থার মাধ্যমে চলছে পঠনপাঠন। এই পরিস্থিতিতে আগামী বছরের যারা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী যারা, তাদের টেস্ট পরীক্ষার কী হবে, তা নিয়ে প্রশ্ন দেখা দেয়। কারণ, ইতিমধ্যেই ৩০ নভেম্বর পর্যন্ত রাজ্যের সব স্কুল বন্ধ থাকবে বলে ঘোষণা করেছে সরকার। অবশেষে আজকের ঘোষণায় ধোঁয়াশা কাটল।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন