সংঘাত চলছিল প্রথম থেকে, এবার মাত্রা ছাড়াল। সরকারি সম্পত্তি নষ্ট-সহ একাধিক অভিযোগে রাজ্যপালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কলকাতা পুলিশের কাছে আর্জি জানালেন তৃণমূলের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এমনকি, জগদীপ ধনখড়কে সাংবিধানিক পদ সরিয়ে দেওয়ার আবেদন করলেন রাষ্ট্রপতির কাছে।
একাধিক ইস্যুতে রাজ্য ও রাজ্যপালের মধ্যে সংঘাত লেগেই রয়েছে।
Loading...
একাধিক তথ্য সহ রীতিমতো সুর চড়িয়ে তিনি বলেন, "এই রাজ্যপাল ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত। অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছেন তিনি। অসাংবিধানিক কাজ করছেন। পুলিশের কাজে বাধা দিচ্ছেন। রাজ্য সরকারের কাজে বাধা দিয়ে চলেছেন। রাষ্ট্রপতির কাছে আবেদন তাঁর এই অসাংবিধানিক কাজের জন্য তাঁকে পদ থেকে অপসারণ করুন।"
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন