শেষ পর্যায়ে এসে পৌঁছেছে ২০২০ আইপিএল। ১০ নভেম্বর আবু ধাবিতে রয়েছে এই লিগের ফাইনাল। কিন্তু এবার আর এই লিগের জন্য টান ১২ মাস অপেক্ষা করতে হবে না দর্শকদের। চার থেকে পাঁচমাসের মধ্যে ফের অনুষ্ঠিত হতে চলেছে আইপিএল। তবে এবার দেশের মাটিতেই হয়তো বসবে এই কোটিপতি লিগের আসর।
নিশ্চিত করেছেন খোদ বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ১৩ তম আইপিএল এখনও শেষ না হলেও পরের বছরের এই লিগ নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন সৌরভ। তবে এবার আর বিদেশে নয়। দেশের মাটিতে কোটিপতি লিগ আয়োজনের চিন্তা ভাবনা করছে বোর্ড।
এই বিষয়ে সৌরভ বলেন "এপ্রিল-মে মাসে আরও একটা আইপিএল হবে। তবে আগামী বছরও আইপিএল সংযুক্ত আরব আমিরশাহিতে হবে বলে যে গুঞ্জন উঠছে তা ঠিক নয়। আমরা ইংল্যান্ড সিরিজের আয়োজন করব। ঘরোয়া ক্রিকেটও শুরু হবে। রঞ্জী ট্রফির জন্য আমরা বায়ো বাবল তৈরি করব।"
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন