এবার শিক্ষকদের হলফনামা জমা দিতে নির্দেশিকা জারি করা হল। 'আমি গৃহশিক্ষকতা করি না'-রাজ্যের সরকারি ও সরকারি সাহায্য প্রাপ্ত, সরকার পোষিত স্কুলের শিক্ষকদের থেকে হলফনামা চাইল রাজ্য সরকার।
ইতিমধ্যে ডিআইরা এমন নির্দেশিকা পাঠিয়েছে স্কুলগুলিতে।
রাজ্য সহ গোটা দেশে করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে সাত মাসের বেশি সময় ধরে বন্ধ আছে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। স্কুল বন্ধ থাকার পরেও শিক্ষকদের বেতন হ্রাস করেনি রাজ্য সরকার। কিন্তু অভিযোগ স্কুলে না গিয়ে বেতন পাওয়ার পরেও শিক্ষকদের একটা বড় অংশ প্রাইভেট টিউশন করে যাচ্ছে।
কেন্দ্রের কাছে এই অভিযোগ জমা পড়ার পরেই জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন রিপোর্ট চেয়ে পাঠিয়েছে।
Loading...
প্রসঙ্গত, শিক্ষার অধিকার আইন অনুসারে স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন করা বেআইনি। কেন্দ্রের এই নিয়মকে কার্যত না মেনে এই রাজ্যের শিক্ষকদের একটা বড় অংশের বিরুদ্ধে গৃহশিক্ষকতা করার অভিযোগ সামনে এসেছে।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন