বহু বিতর্কের পরে রাজ্যে শুরু হতে চলেছে লোকাল ট্রেন পরিষেবা। দফায় দফায় রাজ্যের সঙ্গে বৈঠকের পর এখন চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে হাওড়া, শিয়ালদা সহ বিভিন্ন স্টেশনগুলোতে। তবে শেষ মুহূর্তে রেলের পক্ষ থেকে SOP সিস্টেমকে মাথায় রেখে রাজ্যের কাছে ফের চিঠি পাঠিয়েছে রেল।
১। রাজ্যের পক্ষ থেকে মেজর স্টেশনগুলোতে নোডাল অফিসার তৈরি করা হোক।
২। আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সামাজিক সুরক্ষা বিধি পরিচালনা করুক রাজ্যের রেল পুলিশের সুপাররা।
৩। অনধিকার প্রবেশ ও প্রস্থানে রাজ্য পুলিশের সহায়তায় দেখাশোনা করুক আরপিএফ।
৪। অ্যাকসেস কন্ট্রোলের এর জন্য পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা করুক রাজ্য সরকার।
৫। প্রয়োজন হলে অথরাইজ়ড স্টেশন বেসড সিস্টমে চালু করুক রাজ্য সরকার।
৬। অনুনোমোদিত হকারদের স্টেশনে ঢুকতে দেওয়া যাবে না।
৭। প্রত্যেকটি স্টেশনের বাইরে পর্যাপ্ত পরিমাণে পরিবহনের ব্যবস্থা রাখুক রাজ্য সরকার।
৮।
৯। কোথাও কোনও অবরোধ হলে তা তৎক্ষণাৎ সামাল দেওয়ার ব্যবস্থা করে রাজ্য সরকার।
১০। সকাল ৮ টা থেকে ১১:০০ এবং বিকেল সাড়ে চারটে থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত ৮৪ শতাংশ লোকাল ট্রেন চালাবে রেল।
রেলের তরফে রাজ্যের কাছে এমনই প্রস্তাব পাঠানো হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে সবুজ সংকেত পেলেই বুধবার ভোর থেকে ফের ছুটবে লোকাল ট্রেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন