করোনা পরিস্থিতির উন্নতি হলে আগামী ডিসেম্বর থেকেই খুলে যেতে পারে বাংলার সমস্ত কলেজ-বিশ্ববিদ্যালয়। কবে থেকে স্কুলের ক্লাস নেওয়া হবে, কীভাবে তা নেওয়া যেতে পারে, আলোচনা শুরু করেছে রাজ্য সরকার। সম্প্রতি নবান্নে সভাঘরে রাজ্যের প্রশাসনিক বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, "আইসিডিএস সেন্টারগুলিতে যে শিশুরা খেতে যাচ্ছে, তাদের বাড়িতে খাবারটা যেন যথা সময়ে পৌঁছে যায়। যেটা আমরা আগে দিচ্ছিলাম।" রেশন ও স্বাস্থ্য প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, বাংলায় রেশন ফ্রি। এখানে স্বাস্থ্য ক্ষেত্রে কোনও পয়সা লাগে না। রেশন ব্যবস্থা যেমন চলছে তেমনি চলবে। এরপর স্কুল বন্ধের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "স্কুলগুলি এখন ডিসেম্বর পর্যন্ত ছুটি। পরে ভেবে দেখা যাবে। আগে পরিস্থিতি দেখি। ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত স্কুল ছুটি আছে। পরে দেখে নেব আমরা।" যদিও চলতি মাসের শেষ পর্যন্ত সরকারি ভাবে স্কুল বন্ধের ঘোষণা আগেই করেছে সরকার। এর আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, কালীপুজোর পর স্কুল খোলা নিয়ে আলোচনা হবে।
অপরদিকে, চলতি বছরের স্কুল খুলুক বা না খুলুক আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগেই ফেব্রুয়ারি বা মার্চ মাসে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এই রাজ্যে।
প্রসঙ্গত, প্রায় সাত মাসের বেশি সময় বন্ধ আছে রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। কেন্দ্রের অনুমতির পরেই বেশকিছু রাজ্যে শর্তসাপেক্ষে স্কুল-কলেজ খুলেছে। কিন্তু বাংলা তার উল্টো ছবি ধরা পড়েছে। কবে স্কুল খুলবে সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত না হলেও, রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান চালু করার পক্ষে গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
করোনা পরিস্থিতির উন্নতি হলে আগামী ডিসেম্বর থেকেই খুলে যেতে পারে বাংলার সমস্ত কলেজ-বিশ্ববিদ্যালয়।কবে থেকে স্কুলের ক্লাস নেওয়া হবে, কীভাবে তা নেওয়া যেতে পারে, আলোচনা শুরু করেছে রাজ্য সরকার। শিক্ষামন্ত্রী এই প্রসঙ্গে জানিয়েছেন, আগামী ডিসেম্বর থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্লাস শুরু হবে। কিন্তু স্কুলে কবে থেকে ক্লাস শুরু হবে তা নিয়েও আলোচনা চলছে। যদিও এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারের তরফে ইতিমধ্যেই সমস্ত রকম প্রস্তুতি নেওয়া শুরু করা হয়েছে। কবে, কীভাবে স্কুল খোলা হবে তা নিয়ে কালী পুজোর পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন