নিজের যোগ্যতা লুকিয়ে ব্যাঙ্কে পিওনের চাকরি পেয়েছিলেন অমিত কুমার দাস। কিন্তু বাদ সাধল বেশি যোগ্যতা। তিনি গ্র্যাজুয়েট, সেটা লুকিয়ে চাকরির আবেদন করেছিলেন। তথ্য লুকিয়ে রাখার অভিযোগে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এদিন সুপ্রিম কোর্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত বহাল রেখেছে।
এর আগে ওড়িশা হাইকোর্ট তার রায়ে জানিয়েছিল ব্যাঙ্ক যেন ওই প্রার্থীকে চাকরিতে বহাল রাখে।
বিচারপতি অশোক কুমার ভূষণ, বিচারপতি আর সুভাষ রেড্ডি ও বিচারপতি এম আর শাহ রায় দিতে গিয়ে বলেন, ব্যাঙ্ক কর্তৃপক্ষ তাদের বিজ্ঞাপনে স্পষ্ট জানিয়ে দিয়েছিল আবেদনকারী গ্র্যাজুয়েট হওয়া চলবে না। আদালত বলেছে, ওই আবেদনকারী বিজ্ঞাপনকে চ্যালেঞ্জ জানাননি।
আগের একটি রায় তুলে ধরে সুপ্রিম কোর্ট জানিয়েছে, তথ্য গোপন করে যাওয়া বা অসত্য তথ্য দেওয়া চাকরিজীবীর বা আবেদনকারী বা কর্মচারীর স্বভাবের নীতিগত দিকটি তুলে ধরে। এই রায় দিতে গিয়ে আদালতের পর্যবেক্ষণ, একজন কর্মচারী নিজের যোগ্যতা সম্পর্কে সঠিক তথ্য দেবেন, এটাই কাম্য। কিন্তু রিট পিটিশনার তা করতে ব্যর্থ হয়েছেন। এবং বাস্তবে তিনি বেশি যোগ্যতাসম্পন্ন। ফলে এই চাকরিতে আবেদন করার যোগ্য তিনি নন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন