রেলের সঙ্গে বৈঠকের পরের দিনই ফের চিঠি। চিঠি দিলেন স্বরাষ্ট্র সচিব হরেকৃষ্ণ দ্বিবেদী। রেলের কাছে অনুরোধ, সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য পর্যাপ্ত সংখ্যক ট্রেন চালাতে হবে। একমাত্র তাহলেই সমস্যার সমাধান সম্ভব বলে মনে করছে নবান্ন।
প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই রাজ্যের বিভিন্ন স্থানে স্পেশাল ট্রেনগুলিতে উঠতে চেয়ে যাত্রীদের বিক্ষোভের ঘটনা সামনে এসেছে। সম্প্রতি যাত্রীদের বিক্ষোভ ঘিরে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে হাওড়া স্টেশন চত্বর।
সেই চিঠির পর গতকাল পূর্ব রেল এবং দক্ষিণ-পূর্ব রেলের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক হয় নবান্নে।
Loading...
এই ইস্যুতে নবান্নর উপলব্ধি, মাত্র ১০ শতাংশ ট্রেন চললে পরিস্থিতি জটিল হবে। বাদুড় ঝোলা ভিড় হবে ট্রেন গুলিতে। যেটা স্বাস্থ্য বিধি এবং সামাজিক দূরত্ব বিধির পরিপন্থী নয়। আর সেই কারণেই তিনি পর্যাপ্ত সংখ্যক ট্রেন চালানোর জন্য অনুরোধ করেছেন। স্বরাষ্ট্র সচিবের চিঠি পাওয়ার পর রেল কী সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন