প্রায় সাত মাসের বেশি সময় বন্ধ আছে রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। কেন্দ্রের অনুমতির পরেই বেশকিছু রাজ্যে শর্তসাপেক্ষে স্কুল-কলেজ খুলেছে। কিন্তু বাংলা তার উল্টো ছবি ধরা পড়েছে। কবে স্কুল খুলবে সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত না হলেও, রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান চালু করার পক্ষে গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। করোনা পরিস্থিতির উন্নতি হলে আগামী ডিসেম্বর থেকেই খুলে যেতে পারে বাংলার সমস্ত কলেজ-বিশ্ববিদ্যালয়। কবে থেকে স্কুলের ক্লাস নেওয়া হবে, কীভাবে তা নেওয়া যেতে পারে, আলোচনা শুরু করেছে রাজ্য সরকার।
কিন্তু স্কুলে কবে থেকে ক্লাস শুরু হবে তা নিয়েও আলোচনা চলছে। যদিও এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারের তরফে ইতিমধ্যেই সমস্ত রকম প্রস্তুতি নেওয়া শুরু করা হয়েছে।
গাইডলাইনগুলি কী কী তা এক নজরে দেখে নেওয়া যাক:-
২) এক একটি ক্লাস রুমের আয়তন অনুযায়ী ছাত্র-ছাত্রীদের বসাতে হবে।
৩) প্রাথমিকভাবে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের ক্লাস করানোর পরিকল্পনা নিচ্ছে রাজ্য। এর ফলে একই সঙ্গে বিভিন্ন স্কুলের একাধিক ক্লাসরুম ব্যবহার করা যাবে। ফলে ক্লাসরুম গুলিতে একসঙ্গে একাধিক ছাত্র-ছাত্রীর জমায়েত হবে না।
৪) স্কুলে শুধুমাত্র ক্লাসই হবে কোন রকম খেলাধুলা বা শরীরচর্চা আপাতত হবে না।
৫) স্কুল ক্যাম্পাসে কোন রকম ভাবেই বন্ধুদের সঙ্গে জটলা করা যাবে না।
৬) নিয়মিত স্কুল কর্তৃপক্ষকে বাথরুম পরিষ্কার করতে হবে।
৭) ছাত্র-ছাত্রীদের মাস্ক-স্যানিটাইজার ব্যবহার করতে হবে।
৮) ক্লাসরুমে স্যানিটাইজার রাখতে হবে।
৯) কোনও ছাত্র বা ছাত্রী অসুস্থ বোধ করলে অভিভাবক অভিভাবিকাদের স্কুল কর্তৃপক্ষকে তা জানাতে হবে।
১০) সব সময় হাত পরিষ্কার করতে হবে পড়ুয়াদের।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন