করোনা আবহে বেশকিছু পদে নিয়োগের উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের উৎকর্ষ বাংলা প্রকল্পে সব জেলা মিলিয়ে প্রকল্প পরিচালক, উপ-বিভাগীয় প্রকল্প ব্যবস্থাপক, প্রকল্প সহকারী-কাম-ডেটা এন্ট্রি অপারেটর এবং ব্লক স্তরের কর্মী এর ১৬২ পদে লোক নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।
শূন্যপদঃ- পূর্ব মেদিনীপুর ও উত্তর দিনাজপুরে ১ টি করে মোট ০২ টি প্রকল্প পরিচালক (ডিপিএম),বাঁকুড়া ও বীরভূমে ১ টি করে মোট ০২ টি উপ-বিভাগীয় প্রকল্প ব্যবস্থাপক (এসডিপিএম) এছাড়া উত্তর ২৪ পরগনা (২) দক্ষিণ ২৪ পরগনা (২) বাঁকুড়া (৩) বীরভূম (৩) কোচবিহার (৩) দক্ষিণ দিনাজপুর (১) দার্জিলিং (৪) হুগলি (৩) হাওড়া (১) জলপাইগুড়ি ২, কালিম্পঙ (১) কলকাতা (১) মালদা (১) মুর্শিদাবাদ (৩) নদিয়া (২) পশ্চিম বর্ধমান (২) পশ্চিম মেদিনীপুর (৩) পূর্ব বর্ধমান (২) পূর্ব মেদিনীপুর (১) পুরুলিয়া (২) উত্তর দিনাজপুর (১) এ প্রকল্প সহকারী-কাম-ডেটা এন্ট্রি অপারেটর (পিএডিইও) এবং উত্তর ২৪ পরগনা (১৩) দক্ষিণ ২৪ পরগনা (১৮) আলিপুরদুয়ার (৩) বাঁকুড়া (২) বীরভূম (১০) দক্ষিণ দিনাজপুর (২) দার্জিলিং (৮) হুগলি (২) হাওড়া (১১) জলপাইগুড়ি (৫) কালিম্পঙ (২) মালদা (১) মুর্শিদাবাদ (১) নদিয়া (৮) পশ্চিম বর্ধমান (২) পূর্ব বর্ধমান (৩) পূর্ব মেদিনীপুর (১১) পুরুলিয়া (২) উত্তর দিনাজপুর (৩) এ ব্লক স্তরের কর্মী (বিএলএস)।
অনলাইন আবেদন শেষ হওয়ার তারিখ ১৩ নভেম্বর ২০২০। বয়স হতে হবে ০১ ডিসেম্বর, ২০২০ এর হিসেবে ২৩ থেকে ৪৪ বছরের মধ্যে। রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা সরকারি হিসাব মতন সব সুবিধা পাবেন।
আবেদন করতে এই লিঙ্কে ক্লিক করুনঃ- https://www.pbssd.gov.in/recruitment/registration
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন