গোটা দেশে ফের বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। আর এর সাথে সমানে পাল্লা দিয়ে বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যা। আর এমন পরিস্থিতিতে দেশ কি ফের লকডাউনের পথে? লকডাউন না হলে আংশিক লকডাউনের পথে দেশের একাধিক শহর। ফের বন্ধ হতে পারে ট্রেনের অবাধ চলাচল।
এমন আবহে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রে অনুমতি দিল পশ্চিমবঙ্গ সরকার। গান, নৃত্য, আবৃত্তি কিংবা কোনও প্রদর্শনী অনুষ্ঠান নিয়ে এদিন বড় ঘোষণা করা হয় নবান্ন থেকে।
এই প্রসঙ্গে মুখ্যসচিব এদিন বলেন,"অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হলে নজর রাখতে হবে, সেখানে যেন অর্ধেক মানুষ উপস্থিত থাকে। অর্থাৎ, বদ্ধ ঘর হলে যত আসন সংখ্যা থাকবে তার অর্ধেক দর্শক থাকতে পারে। প্রদর্শনীর ক্ষেত্রে ২০০ জন করে ছাড় দেওয়া হবে। যদি খোলা মাঠে কোনও মেলা বা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সেক্ষেত্রে শুধুমাত্র করোনা বিধি মানলেই চলবে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন