করোনা আবহের মধ্যে ফের একবার ডিএ ও বেতন বৃদ্ধির ইঙ্গিত পাওয়া গেল। বদলে যাচ্ছে খুচরো মূল্য সূচক (শিল্প শ্রমিক) নির্ধারণের পদ্ধতি। এবার ভিত্তিবর্ষ ধরা হবে ২০১৬ সালকে। এর ফলে মহার্ঘভাতা এবং বেতনের কাঠামোয় বদলের একটা সম্ভাবনা দেখা দিয়েছে। এর কারণে আগামী বছরেই হাসি ফুটতে পারে সরকারি এবং বেসরকারি কর্মীদের মুখে। কেন্দ্রের এমন সিদ্ধান্তে তুঙ্গে বেতন বৃদ্ধি নিয়ে জল্পনা। যদিও এই মুহূর্তে কোনও প্রতিশ্রুতি দিতে নারাজ মোদী সরকার।
কিন্তু তার জেরে সংগঠিত ক্ষেত্রের বেসরকারি কর্মীদের বেতন ও সরকারি কর্মীদের ডিএ যে বাড়ছেই, এখন এরকম কোনও নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না।
দ্রুত মূল্য সূচক নির্ধারণ প্রক্রিয়ার বড় পরিবর্তন হতে চলেছে। কেন্দ্র এই বিষয়ে সতর্ক অবস্থান নিলেও ওয়াকিবহাল মহলের অবশ্য আশা, ডিএ তথা বেতন বাড়বে। যার প্রধান কারণ, এতদিন শুধুই খাদ্যপণ্যের দামের ওঠানামাকে কেন্দ্র করে নির্ধারিত হতো মূল্য সূচক। নয়া নিয়মে জীবনযাপনের জন্য প্রয়োজনীয় অন্য কয়েকটি দৈনন্দিন ব্যয়কেও সূচকের অন্তর্ভুক্ত করা হবে। সেক্ষেত্রে শিল্প শ্রমিক মূল্যসূচক বাড়বেই। সুতরাং ডিএ এবং বেতন বাড়তে বাধ্য।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন