করোনাভাইরাসের কারণে বন্ধ হয়ে গিয়েছিল কেন্দ্রীয় শিক্ষক নিয়োগের পরীক্ষা বা সিটেট। ওই পরীক্ষা হবে আগামী বছরের ৩১ জানুয়ারি। এমনটাই জানিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। এদিন কেন্দ্রীয় বোর্ডের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, 'গত ৫ জুলাই দেশের ১১২ টি শহরে সিটেটের ১৪ তম সংস্করণ হওয়ার কথা ছিল এবং প্রশাসনিক কারণে তা স্থগিত হয়ে গিয়েছিল। ওই পরীক্ষা হবে ২০২১ সালের ৩১ জানুয়ারি।
টেট কমিটির তরফে জানানো হয়েছে, যাবতীয় স্বাস্থ্যবিধি মেনেই আগামী বছরের জানুয়ারি মাসের ৩১ তারিখে দেশের ১৩৫ টি শহরে পরীক্ষা হবে।
Loading...
WWW.ctet.nic.inওয়েবসাইটে নতুন পরীক্ষাকেন্দ্রগুলি সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। জানা গিয়েছে, এই শহরগুলির পরীক্ষার্থীরা আবেদন করেন, কোভিড পরিস্থিতি তাদের শহরে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা হোক। সেই আবেদনেই সাড়া দিয়েছে টেট কমিটি।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন