নতুন করে দেশে করোনার বাড়বাড়ন্ত। সংক্রমণে লাগাম টানতে ফের কঠোর পদক্ষেপ নিচ্ছে রাজস্থান সরকার। আজ, শনিবার থেকে রাজ্যের প্রতিটি জেলায় ১৪৪ ধারা জারি হচ্ছে। শুক্রবার প্রত্যেকটি জেলাশাসকদের সঙ্গে বৈঠকের পর ১৪৪ ধারা জারি সিদ্ধান্ত নিয়েছে অশোক গেহলটের সরকার।
অপরদিকে রাজধানী দিল্লিতে সংক্রমণ প্রতিদিনই বাড়ছে।
দিল্লির প্রতিবেশী রাজ্য হরিয়ানায় ৩০ নভেম্বর পর্যন্ত সমস্ত স্কুল বন্ধের কথা ঘোষণা করল সরকার। প্রায় ৮ মাস পর গত ২ নভেম্বর হরিয়ানাতে স্কুল খুলেছিল। স্কুল খুললেও শুধু নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস হচ্ছিল। সম্প্রতি ১৭৪ জন ছাত্র এবং ১০৭ জন শিক্ষকের করোনা ধরা পড়ে। তারপর থেকে সন্তানদের স্কুলের পাঠাতে রাজি হচ্ছেন না অভিভাবকরা। এরপরই ৩০ নভেম্বর পর্যন্ত স্কুল বন্ধের কথা ঘোষণা করে দেয় হরিয়ানা সরকার।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন