করোনা পরিস্থিতি আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে। বেশ কয়েকদিন করোনায় দৈনিক মৃত্যু ৫০০-র উপরে ছিল দেশে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত ৪৮০ জন। অর্থাৎ মৃতের সংখ্যা একটু হলেও কমল। কমেছে দৈনিক সংক্রমিতের সংখ্যাও।
দেশের এমন পরিস্থিতির মধ্যে ভাল খবর রাজ্যের কয়েক হাজার মাদ্রাসা শিক্ষকদের জন্য। দীর্ঘ কয়েক বছর আটকে থাকার পর মাদ্রাসার শিক্ষকদের জন্য জেনারেল ট্রান্সফার শুরু করল।এদিন কমিশনের জেনারেল ট্রান্সফারের কাউন্সেলিংয়ের সময় এবং তারিখ প্রকাশিত হয়েছে। শিক্ষকদের কাউন্সেলিং প্রক্রিয়া চলবে ২৮ই নভেম্বর থেকে ১৮ই ডিসেম্বর পর্যন্ত। যারা আবেদন করেছিলেন তাঁদের নামের তালিকা এবং বিষয়ভিত্তিক শূন্যপদের সংখ্যা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে (www.wbmsc.com) দিয়ে দেওয়া হবে। আরও বিস্তারিত জানতে এই ওয়েবসাইট (www.wbmsc.com) ক্লিক করুন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন