ক্ষমতায় আসার পর রাজ্যে সিভিক ভলান্টিয়ার নিয়োগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে বঙ্গে প্রায় তিন লক্ষাধিক যুবক-যুবতি এই পদে কর্মরত। কিন্তু এবার এই সব সিভিক ও ভিলেজ পুলিশরা চাকরি হারাতে পারেন। আর তাই এই মর্মে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন আবু সোহেল নামে এক আইনজীবী।
শীর্ষ আদালতে দায়ের হওয়া মামলায় মূলত অভিযোগ করা হয়েছে, পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনীতে কয়েক হাজার শূন্যপদ পড়ে আছে।
সামনেই বিধানসভা নির্বাচন। আর তার আগে এভাবে পরিকল্পিত ভাবেই শাসক দলের কর্মীদের সিভিক পুলিশ বা সিভিক ভলান্টিয়ার হিসেবে ঠিকা ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে। মূল উদ্দেশ্য হল, বেকার যুবকদের শাসক দলের হয়েই মত প্রকাশ্যে বাধ্য করা। এর পাশাপাশি এই সিভিক পুলিশ নিয়োগ করতে গিয়ে ব্যাপক স্বজনপোষণের অভিযোগ সামনে এসেছে। নিয়োগের ক্ষেত্রে দুর্নীতিও ঘটছে বার বার।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন