করোনার কারণে প্রায় সাত মাসের বেশি সময় বন্ধ আছে দেশের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। আর এই কারণে সমস্যায় পড়েছেন ছাত্র-ছাত্রীরা। আগামী এক সপ্তাহের মধ্যে শিক্ষাবর্ষ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)।
প্রায় প্রতি বছর দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা হয় ফেব্রুয়ারি-মার্চে। কিন্তু করোনা ভাইরাসের কারণে সব সিদ্ধান্ত সাবধানে নিতে হচ্ছে। পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে করোনা পরিস্থিতি ও পাঠ্যক্রম কতটা শেষ হয়েছে, তা বিবেচনা করা হবে বলে জানান হবে।
সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষার (JEE) মেন, ২০২১ সম্ভবত আগামী জানুয়ারির পরিবর্তে ফেব্রুয়ারি মাসে হবে।
NTA পরিচালিত এখনও কিছু বড় পরীক্ষা বাকি আছে। সেগুলি শীঘ্রই অনুষ্ঠিত হবে। এগুলির নতুন সময়সূচি ঠিক করার সময় অন্যান্য পরীক্ষার সঙ্গে তা পুনরায় সমন্বয় সাধন করা হবে বলেও জানা গিয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন