কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচন এবার খুব একটা সহজ হবে না শাসক দল তৃণমূলের কাছে। কারণ শেষ কয়েকটি নির্বাচনে বঙ্গে বেশ শক্তি বাড়িয়েছে বিজেপি। আর এর পাশাপাশি বিজেপির কেন্দ্রীয় হেভিওয়েট নেতারা যেভাবে রাজ্যে একের পর এক সভা করছেন তাতে চিন্তিত তৃণমূল নেতৃত্ব।
আর এই নির্বাচনকে সামনে রেখে বাংলা সফরে এসে অমিত শাহ বঙ্গ বেজেপি কর্মীদের আসন জয়ের লক্ষ্যমাত্রা দিয়ে গেছেন।
গতকাল তপসিয়ার তৃণমূল ভবনে দলীয় কর্মসূচিতে মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বিজেপি-র এই লক্ষ্যমাত্রাকে দিবাস্বপ্ন বলে উল্লেখ করেন। তিনি কটাক্ষের সুরে বলেন, "এই সব নিয়ে আমাদের ভাবার দরকার নেই। অনেকেই তো দিবাস্বপ্ন দেখেন। স্বপ্ন দেখতেই পারেন। আগে ২০ টা আসন পাক। তারপর ২০০ টা আসনের কথা ভাববে।" অমিত শাহ-র চ্যালেঞ্জকে পালটা দিয়ে তৃণমূল কংগ্রেসের মহাসচিব বার্তা দিলেন, ২০২১-এর বিধানসভা ভোট নিয়ে তাঁরা চিন্তিত নয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন