আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার সেই প্রক্রিয়া শুরু করল নবান্ন। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের ফলে উপকৃত হবেন কয়েক হাজার অস্থায়ী কর্মী। নবান্নের নির্দেশে এবার চুক্তিভিত্তিক তথ্যপ্রযুক্তি (আইটি) কর্মীদের সরাসরি রাজ্য সরকারের অধীনে আনার প্রক্রিয়া শুরু করে দিয়েছে বিভিন্ন দফতর। ইতিমধ্যে স্বাস্থ্য, পূর্ত, সেচ, অনগ্রসর কল্যাণ-সহ কয়েকটি দফতর এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে। দফতরগুলির অধীন বিভিন্ন অফিস কর্তৃপক্ষকে চুক্তিভিত্তিক আইটিকর্মীদের নাম-সহ বিস্তারিত তথ্য দিতে নির্দেশিকা জারি করা হয়েছে।
বিভিন্ন সরকারি দফতরের অফিসে এজেন্সির মাধ্যমে নিযুক্ত বেশ কয়েক হাজার আইটি কর্মী দীর্ঘ দিন কাজ করছিলেন। দু-টি সরকারি সংস্থার মাধ্যমে মূলত এই নিয়োগ হয়েছে। ওই কর্মীদের বেতনের টাকা সংশ্লিষ্ট দফতরগুলি নিয়োগকারী সংস্থাকে দেয়। নিয়োগকারী সংস্থা কর্মীদের বেতন দেয়। কিন্তু রাজ্য সরকারের কাছে অভিযোগ আসছিল যে সরকার নির্ধারিত বেতন এই কর্মীদের দেওয়া হয় না। নিয়োগকারী সংস্থা অনেক বেশি টাকা নিজেরা কেটে নিচ্ছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন