রাজ্যে বেশ কয়েক বছর শিক্ষক নিয়োগের পরীক্ষা হয় নি। আর এই নিয়ে বিতর্ক কম হয় নি রাজ্যে। যদিও এই পরীক্ষা না হওয়া নিয়ে পরীক্ষার্থীরা অভিযোগের আঙুল তুলেছেন শাসক দলের দিকে। দীর্ঘদিন পর টেট উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়া ঘোষণায় স্বাভাবিকভাবে আশার আলোর জেগেছে পরীক্ষার্থীদের মধ্যে। ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।
তবে এখনও নানাবিধ প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছেন দীর্ঘসময় চাকরির অপেক্ষায় থাকা প্রার্থীরা।
১। রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণামতো ১৬৫০০ শিক্ষক প্রাইমারি নাকি আপার প্রাইমারিতে নিয়োগ তা অস্পষ্ট।
২। আপার প্রাইমারির টেটে এক বছর আগে মেধাতালিকা প্রকাশ।
৩। প্রাইমারিতে তিন বছর আগে টেটের ফর্ম ফিলাপ।
৪। শিক্ষামন্ত্রীর টুইটে টেট উত্তীর্ণ না বলে টেট আবেদনকারী বলে উল্লেখ।
৫। মলয় ঘটকের টুইটে প্রাথমিকে নিয়োগের উল্লেখ।
৬। ফিরহাদ হাকিমের টুইটে টেট উত্তীর্ণদের নিয়োগের উল্লেখ।
উক্ত বক্তব্য সামনে আসার পরে এই বিতর্ক আরও বেড়েছে। সরকারের তরফে এই নিয়ে এখনও পর্যন্ত স্পষ্ট ভাবে কিছু জানান হয় নি। এর ফলে এই বিতর্ক আরও বেড়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন