২১ এর বিধানসভা নির্বাচনের আর বেশি বাকি নেই। এবারের নির্বাচন রাজ্যের শাসক দল তৃণমূলের কাছে খুব একটা সহজ হবে না তা আর বলার অপেক্ষা রাখে না। কারণ শেষ কয়েকটি নির্বাচনের দিকে তাকালেই বোঝা যাবে বঙ্গে বিজেপির উত্থান বেশ স্পষ্ট।
গোটা দেশ করোনা আতঙ্কে ভুগছে। এমন সময় বাংলায় অমিত শাহ। সামনের বিধানসভা নির্বাচনের কথা ভেবে দলের কর্মীদের ঝাঁপিয়ে পড়তে নির্দেশ দিলেন তিনি।
অপরদিকে, শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শেষ কয়েক দিনের রাজনৈতিক গতিপ্রকৃতির দিকে নজর রাখলে বোঝা যাবে শাসকদল তৃণমূলের সঙ্গে ক্রমশ দূরত্ব বাড়ছে শুভেন্দুর। জেলায় জেলায় পড়ছে দাদার অনুগামীদের পোস্টার। এই পরিস্থিতিতে শুভেন্দুর রাজনৈতিক অবস্থান নিয়ে মুখ খুললেন শাহ।
শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের জল্পনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করেন সাংবাদিকরা। সেখানে শাহ বলেন, 'আমার সঙ্গে ওনার কখনো কোনও কথা হয়নি। এটা তো রাজ্য নেতৃত্বের ব্যাপার। আমার সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই। অনেকেই দলে এসেছেন। আমরা তো ভোটের পরও তাঁকে স্বাগত জানাবো।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন