সামনেই নির্বাচন। আর এই নির্বাচনের আগে নিয়োগ নিয়ে উদ্যোগ নিল রাজ্য সরকার। এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ করছে চলেছে সরকার। মুখ্যমন্ত্রীর ঘোষণা মাফিক নিয়োগের বিজ্ঞপ্তি সোমবার রাতে জারি করেছে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নয়া নিয়োগ প্রক্রিয়ার জন্য ২০১৪ সালের টেট উত্তীর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরাই আবেদন করতে পারবেন। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আবেদন জমা নেওয়ার প্রক্রিয়া। করোনার কারণে এবার এই গোটা প্রক্রিয়া হবে অনলাইনে।
উদাহরণ হিসাবে বলা যায়, সংরক্ষিত চাকরি প্রার্থীদের আবেদন করার ক্ষেত্রে একটা জটিলতা তৈরি হয়েছিল। সেই সমস্যার সমাধান হয়েছে। নিয়ম অনুযায়ী জেনারেল প্রার্থীদের বিএড করার জন্য স্নাতক বা স্নাতকোত্তর স্তরে ৫০ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক।
Loading...
Loading...
M.A এর উল্লেখ করেননি পর্ষদ।জেনে পর খবর পোষ্ট করুন।
উত্তরমুছুনযে সমস্ত জেনারেল প্রার্থীদের Graduation এ 50% নেই কিন্তু তারা B.Ed করেছে তাদের M.A এর 50% নম্বর দেখিয়ে , তারা কেন প্রায়মারি তে আবেদন করতে পারবে না ????? Please help
উত্তরমুছুনএছাড়াও যে সমস্ত প্রার্থীরা 2010 এর আগে Graduation করেছে তারা তো 45% marks থাকলেই B.Ed করতে পারত ৷তাহলে এদের কি হবে ? সরকার এদের কথা ভাবুক
উত্তরমুছুনআমার 2012 সালের তোলা এডমিডটা হাড়িয়ে গেছে কী করতে হবে,জানালে উপকৃত হবো।
উত্তরমুছুনHigher secondary te 47% marks ache kintu kono training nai
উত্তরমুছুনAmi ki abedon korte pari?
B.A(H) 40/2007 .B.ed Ami ki kono exam dita parbo.
উত্তরমুছুনB.ed or D.ed nei 2017 Tet Pass.online veryfication sumission hobe ki? Please help me.
উত্তরমুছুন