আগেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল। এবার ২০২১ এর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পড়ুয়াদের মধ্যে তৈরি হওয়া ধোঁয়াশা কাটাতে বেশকিছু ঘোষণা করলেন তৃণমূলের মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গতকাল সাংবাদিক বৈঠক করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সিলেবাস প্রসঙ্গে বলতে গিয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এবার সিলেবাস বেশকিছুটা কমান হচ্ছে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের স্বার্থে সিলেবাস কমিটির সুপারিশ অনুযায়ী পাঠ্যসূচি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। পড়ুয়াদের স্বার্থে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ৩০ থেকে ৩৫ শতাংশ সিলেবাস কমানোর কথা জানিয়েছেন তৃণমূলের মহাসচিব। এবার জানানো হল, মাধ্যমিকের সিলেবাস কী কী থাকছে?
বাংলা গল্পের মধ্যে থাকছে ‘জ্ঞানচক্ষু’, ‘বহুরূপী’ এবং ‘পথের দাবি’। কবিতার মধ্যে থাকছে ‘আয় আরও বেঁধে বেঁধে থাকি’, ‘আফ্রিকা’, ‘অসুখী একজন’, ‘অভিষেক’ এবং ‘প্রলয়োল্লাস’। প্রবন্ধের মধ্যে থাকছে ‘হারিয়ে যাওয়া কালি কলম’। নাটকের মধ্যে থাকছে ‘সিরাজউদ্দৌলা’। ব্যাকরণে থাকছে ‘কারক ও অকারক সম্পর্ক’ এবং ‘সমাস’। এ ছাড়াও কাল্পনিক সংলাপ, প্রতিবেদন রচনা, অনুবাদ সংক্রান্ত বিষয়গুলি থাকবে সিলেবাসের মধ্যে।
ইংরেজিতে যে যে অংশগুলি থাকছে তা হল Father's Help, Fable, The Passing Away of Bapu, My Own True Family, Our Runaway Kite। এ ছাড়াও গ্রামার এবং রাইটিং স্কিল থাকবে।
ইতিহাসের মধ্যে থাকছে ইতিহাসের ধারণা, সংস্কার বৈশিষ্ট্য ও মূল্যায়ন, প্রতিরোধ ও বিদ্রোহ, সংঘ বন্ধের গোড়ার কথা, বিকল্প চিন্তা ও উদ্যোগ (উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত): বৈশিষ্ট্য ও পর্যালোচনা।
ভূগোলের মধ্যে থাকছে মাত্র দুটি অধ্যায়। বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। দ্বিতীয় অধ্যায়ে থাকছে ভারতের ভূমিকা, ভারতের প্রাকৃতিক পরিবেশ, ভারতের অর্থনৈতিক পরিবেশ, মানচিত্র।
জীবন বিজ্ঞানে থাকছে জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়, বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ, জীবনের প্রবহমানতা।
ভৌত বিজ্ঞানে থাকছে পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, রাসায়নিক গণনা, আলো, চলোতড়িৎ, পর্যায় সারণি ও মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা, আইওনীয় ও সমযোজী বন্ধন, তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া।
অঙ্কে থাকছে-একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সরল সুদকষা, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, আয়তঘন, অনুপাত ও সমানুপাত, চক্রবৃদ্ধি সুদ (তিন বছর পর্যন্ত) ও সমাহার বৃদ্ধি বা হ্রাস, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, লম্ব বৃত্তাকার চোঙ, দ্বিঘাত করণী, সম্পাদ্যের মধ্যে থাকছে ত্রিভুজের পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত অঙ্কন, গোলক, ভেদ, অংশীদারি কারবার, বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, লম্ব বৃত্তাকার শঙ্কু, এ ছাড়াও সম্পাদ্যের মধ্যে থাকছে বৃত্তের স্পর্শক অঙ্কন, সাদৃশ্য। মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই অংশগুলি মূলত ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষার জন্য সিলেবাসে থাকবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন