করোনা আবহে রাজ্য সহ গোটা দেশের প্রায় সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। আর এমন পরিস্থিতিতে ২০২১ এর মাধ্যমিকের প্রশ্নপত্র কেমন হতে পারে তা নিয়ে চিন্তিত পরীক্ষার্থীদের একটা বড় অংশ। ইতিমধ্যে তা নিয়েই পরিকল্পনা শুরু করে দিল রাজ্য স্কুল শিক্ষা দফতর ও মধ্যশিক্ষা পর্ষদ।
ইতিমধ্যেই আগামী বছরের মাধ্যমিক পরীক্ষায় করোনা পরিস্থিতিতে মাথায় রেখে ২০ থেকে ২৫ শতাংশ সিলেবাস কাটছাঁটের প্রস্তাব দেওয়া হয়েছে। সে ক্ষেত্রে কতটুকু পড়ানো হয়েছে এবং তার ওপর কী কী ধরনের প্রশ্নপত্র রাখা হবে তা নিয়েও ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে একাধিক পরিকল্পনা করতে শুরু করেছে রাজ্য। মূলত ছাত্র-ছাত্রীদের এবারের প্রশ্নপত্রে একাধিক অপশন দেওয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দফতর।
বিশেষ সূত্রের খবর, ইতিমধ্যেই ক্লাসরুমে যে যে বিষয়গুলি পড়ানো হয়ে গিয়েছে তার ওপর থেকেই বেশি প্রশ্ন রাখতে চাইছে স্কুল শিক্ষা দফতর ও মধ্যশিক্ষা পর্ষদ। যদিও ডিসেম্বর মাসে যদি স্কুল খুলে তাহলে সেই বিষয়গুলি পড়িয়ে নিয়ে তার ওপরও প্রশ্ন রাখা থাকবে। তবে সেটি হবে সংখ্যায় কম।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন