আগেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল। এবার ২০২১ এর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পড়ুয়াদের মধ্যে তৈরি হওয়া ধোঁয়াশা কাটাতে বেশকিছু ঘোষণা করলেন তৃণমূলের মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গতকাল সাংবাদিক বৈঠক করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সিলেবাস প্রসঙ্গে বলতে গিয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এবার সিলেবাস বেশকিছুটা কমান হচ্ছে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের স্বার্থে সিলেবাস কমিটির সুপারিশ অনুযায়ী পাঠ্যসূচি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। পড়ুয়াদের স্বার্থে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ৩০ থেকে ৩৫ শতাংশ সিলেবাস কমানোর কথা জানিয়েছেন তৃণমূলের মহাসচিব।
এবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদে জানানো হল, উচ্চমাধ্যমিকের সিলেবাস থেকে বাদ পড়ছে কী কী।
উচ্চমাধ্যমিকের বাংলা, ইংরেজি থেকে পদার্থবিদ্যা, রসায়ন, ফ্রেঞ্চ থেকে পার্সি, সব বিষয়ের সিলেবাসেই কাঁচি চালানো হয়েছে। অনেকটাই বদল করা হয়েছে রসায়েনর সিলেবাস। বাংলা (A) থেকে বাদ দেওয়া হয়েছে 'কে বাঁচায়, কে বাঁচে'। ভাষা সাহিত্য থেকে 'শব্দার্থ তত্ত্ব । বাদ 'আমার বাংলা' ও 'কলের কলকাতা।' শিল্প ও সংস্কৃতি থেকে বাদ 'বাংলা গানের ধারা' অধ্যায়ও। বাংলা (B) থেকে বাদ বাঙালির বিজ্ঞানচর্চা ও দ্বিতীয় পর্ব তৃতীয় অধ্যায়ের রূপতত্ত্ব। ইংরেজি থেকে বাদ A Chameleon এবং Dulce et Decorum। রাষ্ট্রবিজ্ঞান থেকে বাদ পড়েছে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পরবর্তীতে আন্তর্জাতিক সম্পর্ক, বৈদেশিক নীতি ও রাষ্ট্রসংঘ। রসায়ন থেকে বাদ দেওয়া হয়েছে প্রায় ১২টি অধ্যায়। পদার্থবিদ্যা থেকে বাদ ইলেকট্রো ম্যাগনেটিভ ওয়েভ, অ্যাটম এবং নিউক্লিয়াস, কমিউনিকেশন সিস্টেম, অল্টারনেটিভ কারেন্ট। এছাড়াও একাধিক বিষয় থেকে বাদ পড়েছে একাধিক অধ্যায়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন