শিক্ষক নিয়োগ নিয়ে অভিযোগের শেষ নেই। একের পর অনিয়মের অভিযোগ। আর এই সব অভিযোগের ভিত্তিতে আদালতে দায়ের হয়েছে মামলা। ২০১৪ সালের প্রশ্ন ভুল মামলায় আবেদনকারী প্রার্থীদের প্রাথমিক শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তাতে আবেদন করার সুযোগ দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আজ, শুক্রবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এমন নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে।
আমাদের বেশ কয়েকজন প্রার্থীকে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের নির্দেশ মত প্রাপ্য নম্বর দেওয়া হয়নি।
সব শোনার পরে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য নির্দেশ দেন অনলাইনে না হলেও অফলাইনে মামলাকারী প্রার্থীদের আবেদন করার সুযোগ দিতে হবে। এদের আবেদন গ্রহণ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৪ ডিসেম্বর। এই প্রার্থীরা আবেদন করতে পারল কিনা ওই দিন জানাতে হবে আদালতকে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন