রাজ্যে আর্থিকভাবে অনগ্রসরদের জন্য এবার ১০ শতাংশ সংরক্ষণ (জেনেরাল ক্যাটেগরি) আগেই চালু করেছে রাজ্য সরকার। যদিও এই বিষয়ে মুখ্যমন্ত্রী আগেই এই সংরক্ষণের বিষয়টি সামনে এনেছেন। বলা হয়েছে, সরকারি চাকরি ও শিক্ষাক্ষেত্রে এই সংরক্ষণের সুবিধা মিলবে।
কারা আসবেন সংরক্ষণের আওতায়?
১।
Loading...
২। ৫ একরের কম জমি আছে
৩। ১০০০ স্কয়্যার ফিট পর্যন্ত ফ্ল্যাট আছে
৪। পৌর এলাকায় বসতবাড়ি ১০০ বর্গগজের কম হতে হবে
৫। পঞ্চায়েত এলাকার ক্ষেত্রে হতে হবে ২০০ বর্গগজ
সংশ্লিষ্ট ব্যক্তি আর্থিকভাবে পিছিয়ে পড়া কি না তা খতিয়ে দেখবেন জেলাশাসক বা অতিরিক্ত জেলাশাসক বা এসডিও। কলকাতা কর্পোরেশনের ক্ষেত্রে বিষয়টি খতিয়ে দেখবেন বিডিও।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন