করোনার কারণে গোটা দেশে টানা দু-মাসের বেশি সময় ধরে চলেছে লকডাউন। আর এই লকডাউনের কারণে এখনও দেশের প্রায় সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। যদিও করোনার সংক্রমণ এখনও কমেনি দেশে। আর এর মধ্যে কীভাবে স্কুল ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে, তার নির্দিষ্ট পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার।
অগাস্টের শেষেই কেন্দ্র বিভিন্ন রাজ্যকে পাঠাবে ফাইনাল আনলক গাইডলাইন। তাতেই বলা হবে, ৩১ অগাস্টের পরে কীভাবে সব প্রতিষ্ঠান একে একে খোলা হবে।
মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক ও স্বাস্থ্যমন্ত্রক যৌথভাবে স্কুল চালু করার নির্দেশিকা তৈরি করেছে। তাতে বলা হচ্ছে, ধাপে ধাপে চালু করে দেওয়া হোক স্কুল কলেজ। ১ সেপ্টেম্বর থেকে প্রথম ১৫ দিন দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা স্কুলে আসুক। স্কুল ২–৩ ঘন্টার বেশি খুলে না রাখারও পরামর্শ রয়েছে। জানানো হচ্ছে, সব স্কুল চলবে বিভিন্ন শিফটে- সকাল ৮টা থেকে বেলা ১১টা আবার বেলা ১২টা থেকে দুপুর ৩টে। মাঝে স্যানিটাইজেশনের জন্য এক ঘণ্টা বিরতি। সব মিলিয়ে পড়ুয়া ও শিক্ষাকর্মীদের ৩৩ শতাংশই একদিনে স্কুলে আসবেন। যদিও প্রাথমিক বা তারও নীচের স্তরের পড়ুয়াদের এখন স্কুলে ডাকতে আগ্রহী নয় সরকার। তারা অনলাইনেই ক্লাস করবে। পাশাপাশি দশম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস চালু হওয়ার পর শুরু হবে ষষ্ঠ থেকে নবম শ্রেণির কয়েক ঘণ্টার জন্য ক্লাস।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন