করোনার কারণে গোটা দেশে টানা দু-মাসের বেশি সময় ধরে চলেছে লকডাউন। আর এই লকডাউনের কারণে এখনও দেশের প্রায় সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। যদিও করোনার সংক্রমণ এখনও কমেনি দেশে। আর এর মধ্যে কীভাবে স্কুল ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে, তার নির্দিষ্ট পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার।
করোনা মোকাবিলায় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের নেতৃত্বে তৈরি হয়েছে মন্ত্রিগোষ্ঠী। তার সঙ্গে যুক্ত সচিবরা শিক্ষায়তন খোলার প্রস্তাব রেখেছেন।
দ্রুত স্কুল ও অন্যান্য শিক্ষায়তনের উদ্দেশে জারি হবে বোর্ডের স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম। জুলাইয়ের শুরুতে ডিপার্টমেন্ট অব স্কুল এডুকেশন থেকে বিভিন্ন রাজ্যে একটি সমীক্ষা করা হয়। তাতে দেখা যায়, অভিভাবকরা এখনও তাঁদের ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে চাইছেন না। কিন্তু বিভিন্ন রাজ্যের প্রতিনিধি কেন্দ্রীয় সরকারের সামনে যুক্তি দেখিয়েছেন, স্কুল বন্ধ থাকায় সমাজের একটা অংশের পড়ুয়ারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে রাজ্যগুলিতে করোনার সংক্রমণ তুলনায় কম, সেখানকার প্রতিনিধিরা বলেছেন, তাঁরা চান, স্কুলের উঁচু ক্লাসে শীঘ্র পড়াশোনা শুরু হোক।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন