করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যে খুলে গিয়েছে অফিস, আদালত, কারখানা। খুলেছে দোকান-বাজারও। ফলে কর্মস্থলে পৌঁছতে গিয়ে যাতায়াত-জনিত নানা সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।
এই পরিস্থিতিতে হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে লোকাল ট্রেন চালু করার তৎপরতা শুরু হয়েছে। তবে রাজ্যে কবে থেকে চলবে ট্রেন, সেই সিদ্ধান্ত নিতে হবে রাজ্যকেই। সোমবার রেলবোর্ডের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পরিস্থিতি বিবেচনা করে রাজ্যই সিদ্ধান্ত নেবে ট্রেন কবে থেকে চালানো হবে। কোনও রাজ্য লোকাল ট্রেন ও মেট্রো চালাতে চাইলে,পরিস্থিতি বিচার করে তার অনুমতি দেবে কেন্দ্র। জানিয়ে দিলেন রেলবোর্ডের চেয়ারম্যান। করোনা মোকাবিলায় একটানা লকডাউন কাটিয়েছে দেশ।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন