গোটা দেশে করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে লকডাউন চলছে। আর এই লকডাউনের মধ্যে বিহার থেকে সাইকেল চালিয়ে রাজ্যে, এরপর দল গড়ে ডাকাতি। ২৪ ঘণ্টা কাটার আগেই উত্তরপাড়ার ব্যাঙ্ক ডাকাতির কিনারা করল পুলিশ।
লকডাউনের কারণে এমনিতেই কর্মী কম ব্যাঙ্কে।
আর সেই সুযোগ কাজে লাগিয়েছিল ডাকাতরা। শুক্রবার ভরদুপুরে উত্তরপাড়ার রাজেন্দ্র অ্যাভিনিউয়ের একটি রাষ্ট্রায়াত্ব ব্যাঙ্কে ডাকাতি ঘটনা ঘড়ে। বাইকে করে এসে আগ্নেয়াস্ত্র দেখিয়ে কর্মীদের বেঁধে রেখে ১৭ লক্ষ ২৮ হাজার ৩২৫ টাকা লুঠ করে পালায় দুষ্কৃতীরা। তদন্ত শুরু করে চন্দননগর থানার পুলিশ।
দুষ্কৃতীরা বাইকে করে পালানোর সময়ে কয়েকটা টাকার বান্ডিল রাস্তায় পরে যায়। সিসিটিভি ফুটেজ দেখে তদন্তে নেমে পুলিশ জানতে পারে প্রীতম ঘোষ ওরফে বাবাই মূল অভিযুক্ত। পেট্রোল পাম্প ডাকাতির ঘটনায় ২০১৪ সালে ওড়িশায় ধরা পড়ে, জেল হয় তার। পুলিশ সূত্রে খবর, লকডাউনের সময় বিহার থেকে সাইকেলে হুগলিতে আসে প্রীতম। এরপর দল গড়ে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে সে ডাকাতি করে বলে অভিযোগ। প্রীতমের কাছ থেকে ১০ লাখ ৮ হাজার ৩৫০ টাকা উদ্ধার হয়।
লকডাউনের কারণে এমনিতেই কর্মী কম ব্যাঙ্কে।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন