গোটা রাজ্যে বেড়ে চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। এমন পরিস্থিতির মধ্যে খবর ছড়িয়ে পড়ে প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলির পরিবারে থাবা বসিয়েছে মারণ করোনা ভাইরাস।
আর এই খবর কয়েক ঘন্টার মধ্যে ছড়িয়ে পড়ে গোটা দেশে।এর পরে সৌরভ গাঙ্গুলির দাদা স্নেহাশিস গাঙ্গুলি জানিয়ে দেন, তিনি পুরোপুরি সুস্থ আছেন, প্রতিদিন অফিস যাচ্ছেন এবং তাঁর পরিবারের কেউ করোনা আক্রান্ত হয় নি।
প্রসঙ্গত, স্নেহাশিস গাঙ্গুলির স্ত্রী ও শ্বশুর-শাশুড়ি করোনায় আক্রান্ত হওয়ার পর সংবাদমাধ্যমের একাংশে প্রকাশ হয়েছিল, স্নেহাশিসও করোনায় আক্রান্ত। আজ তিনি যাবতীয় গুজব উড়িয়ে দিয়ে বলেন, "আমি পুরোপুরি সুস্থ আছি। রোজ অফিস যাচ্ছি।
আমার শারীরিক অসুস্থতা নিয়ে যে গুজব ছড়িয়েছে, তা ভিত্তিহীন। এই সময়ে এই ধরনের ভুয়ো খবর অনভিপ্রেত।" এই ধরনের গুজব আর ছড়াবে না বলেও আশাপ্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, গত সপ্তাহে সিএবি সচিব স্নেহাশিস গাঙ্গুলির শ্বশুর ও শাশুড়ির শরীরে করোনা সংক্রমণের হদিস মিলেছিল। এরপর স্নেহাশিসের স্ত্রী-ও করোনায় সংক্রমিত বলে খবর ছড়িয়ে পড়ে।
প্রসঙ্গত, স্নেহাশিস গাঙ্গুলির স্ত্রী ও শ্বশুর-শাশুড়ি করোনায় আক্রান্ত হওয়ার পর সংবাদমাধ্যমের একাংশে প্রকাশ হয়েছিল, স্নেহাশিসও করোনায় আক্রান্ত। আজ তিনি যাবতীয় গুজব উড়িয়ে দিয়ে বলেন, "আমি পুরোপুরি সুস্থ আছি। রোজ অফিস যাচ্ছি।
Loading...
উল্লেখ্য, গত সপ্তাহে সিএবি সচিব স্নেহাশিস গাঙ্গুলির শ্বশুর ও শাশুড়ির শরীরে করোনা সংক্রমণের হদিস মিলেছিল। এরপর স্নেহাশিসের স্ত্রী-ও করোনায় সংক্রমিত বলে খবর ছড়িয়ে পড়ে।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন