রাজ্যে করোনার দাপট অব্যাহত। আক্রান্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যা বাড়ছে সমান তালে। জেলাগুকির মধ্যে আক্রান্তের নিরিখে সবার আগে কলকাতা। এর মধ্যে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী দ্রুত ফলপ্রকাশের কাজ কাল থেকে শুরু করছে রাজ্য পাবলিক সার্ভিস কমিশন (PSC)। বেশি সংখ্যক কর্মী নিয়ে কাজে গতি আনতে চাইছে কমিশন। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে সকল কর্মীদের সোমবার থেকে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।
করোনার কারণে টানা দু-মাসের বেশি সময় ধরে লকডাউন চলছে। আর এর জেরে বন্ধ নিয়োগের সমস্ত লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ প্রক্রিয়া। একদিকে যেমন সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। অপরদিকে গণপরিবহন সচল না হলে চাকরিপ্রার্থীরা পরীক্ষা ও ইন্টারভিউ দিতে আসতেও সমস্যায় পড়বেন। এই কারণেই এই মুহূর্তে কোনও লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ নেওয়ার পরিকল্পনা নেই পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের।
তবে পূর্ববর্তী পরীক্ষার ফল দ্রুত প্রকাশ হবে বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ২০ এপ্রিল থেকে হাতে গোনা কয়েকজন কর্মচারী নিয়ে কাজ করছিল কমিশন। পূর্ববর্তী পরীক্ষা বা ইন্টারভিউয়ের ফল প্রকাশের কাজ চলছিল। কিন্তু, কর্মী সংখ্যা কম। বেশি পরিমাণে ফলপ্রকাশের কাজ করা সম্ভব হচ্ছিল না। তবে আগামীকাল থেকে ফলপ্রকাশের কাজে গতি আসবে বলে মনে করছেন কমিশনের চেয়ারম্যান।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন