অফিস যাত্রীদের জন্য ভাল খবর। কারণ, আগামী কাল থেকে রাস্তায় নামতে চলেছে কমপক্ষে ২ হাজার বেসরকারি বাস। রবিবার পরিবহণ দফতরের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানায় বেসরকারি বাসমালিক সংগঠন। এদিকে, ভাড়ার সমস্যা মেটাতে সোমবারই প্রথমবার বৈঠকে বসবে রেগুলেটরি কমিটি।
আনলক ওয়ানে সোমবার থেকে বড় চ্যালেঞ্জ।
কারণ মুখ্যমন্ত্রীর নির্দেশ মতন খুলছে বাংলার বেশিরভাগ সরকারি এবং বেসরকারি অফিস। এমনকী কলকাতা পুরসভার কর্মীদেরও কাজে যোগ দেওয়ার কথা বলা হয়েছে। সুতরাং রাস্তায় অফিসযাত্রী বহু মানুষকেই দেখা যাবে।
তাঁদের গন্তব্যে পৌঁছনোর ক্ষেত্রে সরকারি বাসের পরিমাণ যথেষ্ট নয়। তাই বেসরকারি বাস ছাড়া তাদের কাছে কোনও গতি নেই। এই পরিস্থিতিতে বেসরকারি বাসমালিকদের সঙ্গে রবিবার বৈঠকে বসে পরিবহণ দফতর। বৈঠকের পর যদিও বাসমালিকরা জানিয়েছেন, গত দু-আড়াই মাস কমপক্ষে বন্ধ ছিল বাস চলাচল। তার ফলে কিছু বাসে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এছাড়াও বেশ কয়েকজন বাসচালক এবং কন্ডাক্টর লকডাউনে নিজের জেলায় চলে গিয়েছেন। তার ফলে হয়তো কিছু সংখ্যক বাস রাস্তায় কম নামবে। তবে তা সত্ত্বেও সোমবার থেকে রাস্তায় ৩০ শতাংশ অতিরিক্ত বাস চলার আশ্বাস দিয়েছে বাসমালিক সংগঠন। কমপক্ষে রাস্তায় ২ হাজার বেসরকারি বাস চলবে।
আনলক ওয়ানে সোমবার থেকে বড় চ্যালেঞ্জ।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন