গোটা দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। যদিও লকডাউন থেকে আনলকের পথে পা বাড়িয়েছে দেশ। এমন সময় রাজ্য সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর। সব সরকারি কর্মচারীদের জন্য শুক্রবার বিশেষ ঘোষণা করল মহারাষ্ট্র সরকার।
সপ্তাহে একবার অন্তত অফিসে হাজিরা দিতে হবে কর্মীদের, জানিয়ে দিয়েছে উদ্ধব ঠাকরে সরকার। রাজ্য সরকারের ঘোষণার পরে ধীরে ধীরে লকডাউন উঠছে। তবু সতর্ক থাকতে চাইছে সরকার। তাই রাজ্য সরকারি কর্মচারীদের সপ্তাহে একবার অফিসে হাজিরা দিতে হবে।
খুব ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে চাইছে মহারাষ্ট্র। সেই লক্ষ্যেই এমন ঘোষণা। মিশন বিগিন এগেইন-এই প্রকল্পের আওতায় সব ক্ষেত্রের কাজ আস্তে আস্তে চালু করা হোক বলে জানিয়েছে রাজ্য সরকার। সপ্তাহে একবার অফিস আসার ঘোষণায় একটা সুবিধা হবে বলে মনে করছে রাজ্য সরকার। করোনার জেরে বহু কর্মী বিনা অনু্মতিতে ছুটি নিয়েছেন। সেই সব ছুটি বাতিল করে সপ্তাহে একবার অফিসে আসার নির্দেশ দেওয়া হয়েছে।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন