গোটা দেশে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। আর এই সংক্রমণ আটকাতে দেশ জুড়ে টানা লকডাউনের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই লকডাউনের কারণে রাজ্যের বেশিরভাগ জায়গাতেই বন্ধ রয়েছে পরিবহণ পরিষেবা। গত মাসের শেষ থেকেই ধীরে ধীরে খুলেছে বিভিন্ন গণপরিবহণ ব্যবস্থা। করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যে আজ থেকে মুম্বইতে চালু হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। এর পরে প্ৰশ্ন ওঠে কলকাতায় কবে থেকে চলবে লোকাল ট্রেন।
সোমবার পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, শিয়ালদহ ডিভিশনে জুলাই মাসের আগে ট্রেন চলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কিন্তু হাওড়া ডিভিশনে সামান্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই রেলপুলিশের পক্ষ থেকে হাওড়া ডিভিশেনর যে শাখায় লোকাল ট্রেন চলে তার বিস্তারিত তথ্য চেয়ে পাঠানো হয়েছে। কটি স্টেশন, স্টেশনে কটি আসা-যাওয়ার রাস্তা, কত যাত্রী মোটের উপর যাতায়াত করেন, এসবই জানতে চাওয়া হয়েছে।
তবে শিয়ালদা ডিভিশনে এখনও এরকম কোনও উদ্যোগ নিতে দেখা যায় নি। রেল পুলিশের এই উদ্যোগের ফলে মনে করা হচ্ছে হাওড়া ডিভিশনে হয়তো সামান্য কিছু লোকাল ট্রেন চলতে পারে। তাহলে আখেরে যাত্রীদেরই সুবিধা হবে। ট্রেনের পাশাপাশি এদিন থেকে পথে নেমেছে চারশো অতিরিক্ত বাস। এর মধ্যে রয়েছে ২০০ এসি ও ২০০ নন-এসি বাস। এর ফলে সাধারণ অফিস-যাত্রীদের কিছুটা সুবিধা হবে।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন