মুখ্যমন্ত্রীর ঘোষণা মতন আজ থেকে ৭০ শতাংশ কর্মী নিয়ে সচল হয়েছে সরকারি অফিস। ফলে সদ্য চাকরি থেকে অবসরপ্রাপ্তদের আটকে থাকা পেনশন ও অন্যান্য ভাতা দেওয়ার প্রক্রিয়াও দ্রুত শুরু হবে বলে আশাবাদী কর্মী সংগঠনগুলি।
সরকারি কাজে গতি এলে শুধু অবসরপ্রাপ্ত কর্মীরাই নন, উপকৃত হবেন বহু সাধারণ মানুষও। টানা ২ মাস ধরে গোটা দেশে লকডাউন চলছে। এর ফলে সরকারি কাজকর্ম লাটে। অথচ, এই সময়ের মধ্যে বহু সরকারি কর্মী অবসর নিয়েছেন।
কিন্তু তাঁদের বিভিন্ন প্রাপ্য পেতে সমস্যা হচ্ছে বলে কর্মী সংগঠনগুলির কাছে ইতিমধ্যে একাধিক অভিযোগ জমা পড়েছে। বিশেষ করে অবসরপ্রাপ্তদের চিকিৎসা খরচের বিলগুলি এতদিন পাশই হচ্ছিল না। অর্থ দফতর সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করেছে। তা দেখে কর্মী সংগঠনগুলির আশা, এবার চিকিৎসা খরচসহ বিভিন্ন ভাতা সংক্রান্ত বিল ট্রেজারি ও পে অ্যান্ড অ্যাকাউন্টস থেকে পাশ হয়ে যাবে। জানা গিয়েছে, সোমবার থেকেই নথিসহ 'ফিজিক্যাল বিল' ট্রেজারিতে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে অর্থদফতর। এতদিন শুধুমাত্র অনলাইনে পাঠানো বিলই পাশ হচ্ছিল।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন