করোনার কারণে আটকে গিয়েছে উচ্চমাধ্যমিকের বেশ কয়েকটি পরীক্ষা। অবশেষে সেই বাকি থাকা পরীক্ষা হতে চলেছে। উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা নেওয়ার দিনগুলোতে কোনওভাবেই কোনও শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষক কর্মীরা ছুটিতে থাকতে পারবেন না। বুধবার নির্দেশিকা জারি করে শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট করে জানিয়ে দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। করোনা আবহেই রাজ্যে আগামী ২,৬ এবং ৮ জুলাই উচ্চ মাধ্যমিক বাকি থাকা পরীক্ষা হতে চলেছে।
ইতিমধ্যেই নয়া সূচি ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যে যে পরীক্ষা কেন্দ্রগুলিতে পরীক্ষার আসন রয়েছে বা পড়তে পারে এবং যারা পরীক্ষার নজরদারি থেকে শুরু করে পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকবেন তারা কোনওভাবেই ওই সব দিন গুলিতে ছুটি নিতে পারবেন না। বুধবার সংসদের তরফে এই নির্দেশিকা করার পাশাপাশি এও জানান হয়েছে, যদি কোন জরুরি দরকার থাকে তাহলে সেটি বিবেচনা করা হবে।
নির্দেশিকাতে বলা হয়েছে শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের যাদের বাকি পরীক্ষাগুলো সঙ্গে দায়িত্ব রয়েছে তাদের পরীক্ষা পরিচালনা সংক্রান্ত কাজ স্বচ্ছভাবে এবং বাধ্যতামূলক ভাবে করতে হবে। ইতিমধ্যেই এই নির্দেশিকা সংসদের তরফে রাজ্যের প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে পাঠানোর পাশাপাশি প্রত্যেকটি ভেন্যু সুপারভাইজারকেও এই নির্দেশিকা পাঠানো হচ্ছে।
Loading...
Is it applicable for para teacher??? Because they are available in school for 5 days as a gov.order.pls explain properly.
উত্তরমুছুন