করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে গোটা দেশে লকডাউন চলছে। এই লকডাউনের কারণে কর্মীদের বেতন না দিলেও কোনও পদক্ষেপ করা যাবে না বেসরকারি কোম্পানিগুলোর বিরুদ্ধে। এদিন এমনই নির্দেশ দিল শীর্ষ আদালত। জুলাই মাসের শেষ পর্যন্ত নিয়োগকারীদের বিরুদ্ধে বেতন না দিলেও কোনও ব্যবস্থা নেওয়া যাবে না।
দ্রুত বেতন সমস্যা নিয়ে কর্মী ও নিয়োগকারীদের মধ্যে মধ্যস্থতা করতে রাজ্য সরকারগুলিকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট শ্রম কমিশনকে জমা করতে হবে।
গত ২৯ মার্চ কেন্দ্রীয় সরকার লকডাউনের মধ্যেও পুরো বেতন দিতে নির্দেশ জারি করে। আগামী চার সপ্তাহের মধ্যে কেন্দ্রকে এই নির্দেশের আইনি বৈধতা বিষয়ে উত্তর জমা দিতে হবে।
কেন্দ্রীয় সরকার নির্দেশ দেয় যে সব নিয়োগকারীকে লকডাউনের মধ্যেও কর্মীদের সম্পূর্ণ বেতন দিতে হবে। সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি সঞ্জয় কিষাণ এবং বিচারপতি এমআর শাহর ডিভিশন বেঞ্চ এই রায় দিতে গিয়ে এদিন বলে, 'কোনও সন্দেহ নেই যে শিল্পক্ষেত্র এবং শ্রমিক - একে অপরের পরিপূরক। এদের মধ্যে বেতন সংক্রান্ত যাবতীয় সমস্যা মেটানো প্রয়োজন।' কেন্দ্রের গত ২৯ মার্চ জারি করা নির্দেশিকার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করে স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী মাসে।
দ্রুত বেতন সমস্যা নিয়ে কর্মী ও নিয়োগকারীদের মধ্যে মধ্যস্থতা করতে রাজ্য সরকারগুলিকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট শ্রম কমিশনকে জমা করতে হবে।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন