বেতন কাঠামো পরিবর্তন সহ একাধিক বিষয়ে আন্দোলন করতে দেখা গিয়েছে রাজ্যের পার্শ্বশিক্ষকদের একটা বড় অংশের। টানা এক মাস পার্শ্বশিক্ষকদের আন্দোলনে নড়ে গিয়েছিল রাজ্য সরকার।
সরকার বাধ্য হয়েছিলেন শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসতে। শিক্ষকদের মূল যে দাবি ছিল তার মধ্যে অন্যতম, পার্শ্বশিক্ষকদের নিয়মিত শিক্ষকদের সমান মর্যাদা এবং সমান সুযোগসুবিধা প্রদান। এর পাশাপাশি বেতন কাঠামোর পরিবর্তন। যদিও এখনও শিক্ষকদের কোনও দাবি মানেনি সরকার। কিন্তু শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন শিক্ষকদের দাবি ভেবে দেখা হবে।
এদিন শিক্ষকদের একটি প্রতিনিধি দল দেখা করেন রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গে। পার্শ্বশিক্ষকরা তাদের দাবিপত্র তুলে দেন শিক্ষামন্ত্রীর হাতে। সূত্রের খবর, শিক্ষামন্ত্রী জানিয়েছেন, " সরকার রাজ্যের করোনা পরিস্থিতি মোকাবিলা করতে ব্যস্ত। এখন বেতন কাঠামো পরিবর্তন বা বেতন বৃদ্ধি নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয় নি।" এককথায় বললে বলা যায় পার্শ্বশিক্ষকদের নিয়ে কোনও রকম সিদ্ধান্ত নেয় নি রাজ্য সরকার। এবার দেখার পার্শ্বশিক্ষকরা এই করোনা পরিস্থিতিতে কি সিদ্ধান্ত নেয়।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন