করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে গোটা রাজ্যে। এর মধ্যে খুলে গিয়েছে রাজ্যের প্রায় সমস্ত অফিস। যদিও যানবাহনের সমস্যায় নাজেহাল অফিস-যাত্রীরা। রাস্তায় কম বাসের সংখ্যা। অফিস পৌঁছনোর তাড়নায় সামাজিক দূরত্ব ভুলে সেই বাসেই উঠছেন অফিস যাত্রীরা।
অসুবিধার কথা বুঝে সরকারি কর্মীদের জন্য নয়া ঘোষণা মুখ্যমন্ত্রীর। শুক্রবার ট্যুইট করে রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দেরি করলেও কর্মচারীদের লেট মার্ক দেওয়া যাবে না। এই মর্মে সরকারের সমস্ত অফিস ও দফতরকে নির্দেশ মুখ্যমন্ত্রীর।
এর পাশাপাশি বেসরকারি সংস্থাগুলির কাছেও মুখ্যমন্ত্রীর আর্জি, যাতে কর্মীদের হাজিরার বা রিপোর্টিংয়ের সময় শিথিল করা হয়। যতটা সম্ভব কর্মীদের বাড়ি থেকে কাজ করার অনুমতি দেওয়ার অনুরোধও প্রাইভেট অফিগুলির কাছে রেখেছেন মুখ্যমন্ত্রী।
এদিন ট্যুইটে তিনি লেখেন- 'অতিরিক্ত ভিড় বাসে কেউ উঠবেন না। বেসরকারি সংস্থাগুলি যতটা সম্ভব বাড়ি থেকে কাজ চালানোর চেষ্টা করুন। অফিসে হাজিরার সময়ের ক্ষেত্রে ছাড় দিন। আমরা সরকারি অফিসে কাউকে লেট মার্ক না করার সিদ্ধান্ত নিয়েছি। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না এবং সবাই মাস্ক পরুন। নিরাপদ থাকুন।' বুধবারই নবান্নে সরকারি কর্মীদের দুই শিফটে আসার সিদ্ধান্ত জানায় রাজ্য সরকার। রাস্তাঘাটে ভিড়ে এড়াতেই এমন ব্যবস্থা।
এর পাশাপাশি বেসরকারি সংস্থাগুলির কাছেও মুখ্যমন্ত্রীর আর্জি, যাতে কর্মীদের হাজিরার বা রিপোর্টিংয়ের সময় শিথিল করা হয়। যতটা সম্ভব কর্মীদের বাড়ি থেকে কাজ করার অনুমতি দেওয়ার অনুরোধও প্রাইভেট অফিগুলির কাছে রেখেছেন মুখ্যমন্ত্রী।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন