করোনার দাপটে গোটা দেশে লকডাউন চলছে। আর এই লকডাউনের কারণে সমস্যায় পড়েছে ছাত্র-ছাত্রীরা। রাজ্যে যেভাবে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে সেই পরিস্থিতি বিবেচনা করে এবার স্কুল বন্ধ রাখার সময়সীমা আরও বেশ খানিকটা বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, করোনা পরিস্থিতির মধ্যে স্কুল-কলেজ এখনই খুলবে না। তবে জুলাই মাসে যে সমস্ত পরীক্ষাগুলি নেওয়ার কথা বলা হয়েছিল তা নেয়া হবে।
এদিন নবান্নে সাংবাদিকদের মুখোমুখি তিনি বলেন,"ছেলে-মেয়েদের লেখা-পড়ার ক্ষতি হচ্ছে। কিন্তু সেটাও আমরা বিশেষ গুরুত্ব দিয়ে ভাবছি। তাদের কোন শূন্যতা না হয় সেটা দেখে নিতে হবে।
পড়ুয়াদের স্বার্থে কাজ করতে হবে। ৩০ জুন পর্যন্ত আমরা স্কুল-কলেজ ছুটি দিয়েছি। আমাদের মনে হচ্ছে, এটা জুলাই মাস হয়ে যাবে। কিন্তু জুলাই মাসে ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা ঘোষণা হয়েছে। কিন্তু স্কুল জুলাই মাসে চলবে না। পরীক্ষাগুলি যেটা আছে সেটা হবে। শিক্ষকদের পাশাপাশি অভিভাবকরা সহযোগিতা করছেন।"
এদিন নবান্নে সাংবাদিকদের মুখোমুখি তিনি বলেন,"ছেলে-মেয়েদের লেখা-পড়ার ক্ষতি হচ্ছে। কিন্তু সেটাও আমরা বিশেষ গুরুত্ব দিয়ে ভাবছি। তাদের কোন শূন্যতা না হয় সেটা দেখে নিতে হবে।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন