করোনা সংক্রমণ ক্রমশ বেড়ে চলেছে গোটা রাজ্যে। লকডাউনের সঙ্গে সমানে পাল্লা দিয়ে বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যা। এমন আবহে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, 'মাধ্যমিকের খাতা দেখা হয়ে গিয়েছে।
এবার নম্বর সংগ্রহ করার প্রক্রিয়া শুরু হতে চলেছে। আর পরিস্থিতি স্বাভাবিক হলেই ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ।' এবার পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ তাদের ওয়েবসাইটে দ্রুত মাধ্যমিকের ফলাফল প্রকাশ করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। ইতিমধ্যে প্রত্যেক পরীক্ষককে বোর্ডের তরফে নির্দেশ দেওয়া হয়েছে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সমস্ত উত্তরপত্র দেখার কাজ শেষ করতে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন জুলাই মাসের মধ্যেই প্রকাশিত হবে ২০২০ সালের মাধ্যমিক পরীক্ষার ফল।
বোর্ডের তরফে বলা হয়েছে, এখনও প্রায় ১০ শতাংশ পরীক্ষকের খাতা দেখার কাজ বাকি থেকে গেছে। সেই সব খাতা এখনও জমা পড়েনি প্রধান পরীক্ষকের হাতে। তাঁদের ৪৮ ঘণ্টার সময় দেওয়া হয়েছে।
সব খাতা হাতে পেলে প্রধান পরীক্ষকদের আরও দু-দিন সময় দেওয়া হবে বোর্ডের কাছে উত্তর পত্র জমা দেওয়ার জন্যে।
এই প্রসঙ্গে বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, চারদিন পর বোর্ডের হাতে সব উত্তরপত্র আসার পরই ফাস্ট ট্র্যাক পদ্ধতিতে শুরু করা হবে ট্যাবুলেশন প্রক্রিয়া। আর তার পরেই ফল প্রকাশ করা সম্ভব হবে। ফল বেরোনোর কোনও নির্দিষ্ট তারিখের উল্লেখ না করলেও ওই আধিকারিক জানান, জুলাইয়ের মাঝামাঝি সময়ের মধ্যে সব তৈরি হয়ে যাবে।
বোর্ডের তরফে বলা হয়েছে, এখনও প্রায় ১০ শতাংশ পরীক্ষকের খাতা দেখার কাজ বাকি থেকে গেছে। সেই সব খাতা এখনও জমা পড়েনি প্রধান পরীক্ষকের হাতে। তাঁদের ৪৮ ঘণ্টার সময় দেওয়া হয়েছে।
Loading...
এই প্রসঙ্গে বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, চারদিন পর বোর্ডের হাতে সব উত্তরপত্র আসার পরই ফাস্ট ট্র্যাক পদ্ধতিতে শুরু করা হবে ট্যাবুলেশন প্রক্রিয়া। আর তার পরেই ফল প্রকাশ করা সম্ভব হবে। ফল বেরোনোর কোনও নির্দিষ্ট তারিখের উল্লেখ না করলেও ওই আধিকারিক জানান, জুলাইয়ের মাঝামাঝি সময়ের মধ্যে সব তৈরি হয়ে যাবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন