করোনা আবহে ১ জুলাই খুলছে কালীঘাট মন্দির। তবে এ ক্ষেত্রেও থাকছে বেশ কিছু বিধিনিষেধ। মন্দিরের অন্দরে দর্শনার্থীরা অবাধ প্রবেশ করতে পারবে না। অপরদিকে, মন্দির কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, সকাল ছটা থেকে বেলা ১২টা ও বিকেল ৪টে থেকে সন্ধে ৭টা পর্যন্ত খোলা থাকবে মন্দির।
মন্দিরের অন্দরে ১০ জনের বেশি মানুষ প্রবেশ করতে পারবেন না। নতুন নিয়ম অনুযায়ী যাত্রীদের দু-নম্বর গেট দিয়ে ঢুকতে হবে। বেরোতে হবে চার নম্বর গেট দিয়ে। মন্দিরে ঢুকতে পারলেও গর্ভগৃহে প্রবেশ আপাতত নিষেধ।
দেওয়া যাবে না পুজোর সামগ্রীও। শুধু কালীঘাটই নয়। খুলছে তারাপীঠও। জানানো হয়েছে রথযাত্রার দিনে খুলবে কালীঘাটের মন্দির। ৯৩ দিন পর খুলছে তারাপীঠ। তবে মন্দির খুললেও ভক্তদের সুরক্ষার কথা মাথায় রেখে বহাল থাকছে কড়াকড়ি।
স্যানিটাইজেশন টানেল দিয়ে মন্দিরে প্রবেশ করতে হবে। মাস্ক, গ্লাভস পরে ৬ ফুট দূর থেকে পুজো দেওয়া যাবে।
Loading...
স্যানিটাইজেশন টানেল দিয়ে মন্দিরে প্রবেশ করতে হবে। মাস্ক, গ্লাভস পরে ৬ ফুট দূর থেকে পুজো দেওয়া যাবে।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন