করোনা আবহে উত্তেজনা বাড়ছে ভারত-চিন সীমান্তে। লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারত ও চিনের মধ্যে চলতে থাকা উত্তেজনা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। এমন পরিস্থিতির মধ্যে বায়ুসেনা জানিয়ে দিল, তারা যে কোনও রকম পরিস্থিতির জন্য তৈরি আছে। বায়ুসেনা প্রধান আরকেএস ভাদৌরিয়া জানান, লাদাখ সীমান্তে বায়ুসেনা বাহিনী মোতায়েন করা আছে। যে কোনও পরিস্থিতিতে তারা তৈরি।
শনিবার হায়দরাবাদে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভাদৌরিয়া বলেন, 'আমরা তৈরি আছি। যে কোনও আকস্মিক ঘটনার মোকাবিলার জন্য পর্যাপ্ত বাহিনী মোতায়েন করা আছে ভারত-চিন সীমান্তে। আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, আমরা জবাব দিতে প্রস্তুত। সেনা জওয়ানদের বলিদান বিফলে যাবে না।'
গত বুধবার লাদাখ ও কাশ্মীর সফরে গিয়েছিলেন বায়ুসেনা প্রধান। সেখানকার পরিস্থিতি সরেজমিনে দেখেছেন। প্রস্তুতি নিয়েও আলোচনা হয়েছে। চিনের দিকে মুখ করে যুদ্ধবিমান ও হেলিকপ্টার মোতায়েন করেছে বায়ুসেনা। লাদাখের আকাশেও সেই যুদ্ধবিমান বারবার টহল দিচ্ছে।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন